পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:
শাড়ি, ফ্যাশনেবল পোশাক তো কেনা হলো। সেই শাড়ি, পোশাকে নিজেকে অনন্যা-র রূপ দিতে এবারও বেশ কিছু জুয়েলারি ট্রেন্ডিং। সোনা, রুপো ছাড়াও ‘গসিপ জুয়েলারি’তেও প্যান্ডেল হপিং-এ নিজেকে মধ্যমণি করে তুলতে পারবেন।
জুয়েলারিতে এবার ট্রেন্ডিং হল দুর্গার মুখের ছবি দিয়ে অলংকার। কোন হারে ছৌ মুখোশের আদলে দুর্গা। আবার কোন হারে অক্সিডাইস্ট কারুকাজেও উমা। এছাড়া শামুকের খোলশে দুর্গা থিম আলাদাভাবে নজর কাড়ছে। এছাড়া কুলোতে দুর্গার ছবি দিয়ে একেবারে ষোলআনা বাঙালিয়ানা। নজর কাড়ছে পলকি, কুন্দন। শহর পুরুলিয়ার একটি ইমিটেশন জুয়েলারি বিপনির মালিক প্রসেনজিৎ দাস কর্মকার বলেন, ” বিভিন্ন ইমিটেশন জুয়েলারি ১৫০ টাকা থেকেই মিলছে। প্রায় ৫০০ টাকা পর্যন্ত এইসব জুয়েলারি রয়েছে। ” গসিপ জুয়েলারি মিলছে একটি নামি সোনার বিপনীতে। এই গসিপ জুয়েলারির দাম অবশ্য একটু বেশি। ২০০০ টাকা থেকে শুরু। রয়েছে কম বেশি ১৫০০০ টাকা পর্যন্ত। যা দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই গসিপ জুয়েলারিতে ট্র্যাডিশনাল ছোঁয়াও রয়েছে। যা অষ্টমীর সকালের সাজসজ্জায় ভীষণ প্রাসঙ্গিক।
Post Comment