insta logo
Loading ...

বান্দোয়ানে ঘেরাও বিডিও অফিস

বান্দোয়ানে ঘেরাও বিডিও অফিস

অমরেশ দত্ত, বান্দোয়ান:

“ধামসা মাদল নয়, শিক্ষা চাই” এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানের পুনস্যা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার ডাকে আয়োজিত হল বান্দোয়ান বিডিও অফিস ঘেরাও কর্মসূচি। পাশাপাশি এদিন বান্দোয়ান বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলে সামিল স্কুল কলেজ পড়ুয়ারাও। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ কর্মসূচি।

Post Comment