নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নির্মীয়মান রাস্তা পরিদর্শন করলেন আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার। সোমবার, আড়শা ব্লকের হেটগুগুই গ্রাম পঞ্চায়েতের কেন্দা ও বনডি-ভেলাইডি গ্রামের রাস্তা তিনি পরির্দশন করেন। জানা গিয়েছে আড়শা পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে দুটি রাস্তা পাকা করার কাজ চলছে। সেই রাস্তায় এদিন পরিদর্শন করেন তিনি। এদিন বিডিওকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকার মানুষ। রাস্তা দুটি পাকা হওয়ায় খুশি এলাকার মানুষ।











Post Comment