বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
প্রত্যেক বছরের মতো বলরামপুরের কলেজ ময়দানে ‘বলরামপুর কালিতলা চ্যাম্পিয়ন্স ট্রফি’ ক্রিকেট খেলা এ বছরও আয়োজিত হয়। প্রত্যেক বছরের মতো এ বছরেও মকর সংক্রান্তির দিনেই অনুষ্ঠিত হয় মেগা চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলা।
এদিন ব্যাটিং করে ফাইনাল খেলার সূচনা করেন বলরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী। অন্যদিকে বল হাতে লক্ষ্য করা যায় বলরামপুর এর বরিষ্ঠ তথা বিশিষ্ট ক্রীড়াবিদ স্বপন মুখার্জীকে।

মকর পরবকে উপেক্ষা করে বলরামপুর ডিপুট্যাঁড় এবং পুরুলিয়া আরোহী একাদশের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য স্টেডিয়ামে ছিল উপচে পড়া। বলরামপুর ডিপুট্যাঁড় দলকে হারিয়ে পুরুলিয়া আরোহী একাদশ বিজয়ী হয়।
ফাইনাল খেলা দেখার জন্য উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। খেলার শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সভাধিপতি নিবেদিতা মাহাতো।
তিনি বলেন “প্রত্যেক বছরের মত এ বছরেও কালীতলা একেটিএস এর উদ্যোগে এই খেলা আয়োজিত হয়েছিল। এখানে উপস্থিত হয়ে খুবই ভালোভাবে এই খেলাকে উপভোগ করেছি। “
বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী বলেন, “গতকাল ছিল ভারতের যুব সমাজের রূপকার স্বামী বিবেকানন্দের জন্মতিথি আর আজ যুব সমাজকে নিয়ে এই বিশেষ খেলার আয়োজন হয়েছে। যার জন্য উদ্যোক্তা কমিটির এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম খেলার মধ্য দিয়ে পুরুলিয়ার যুবকেরা উন্নতির পথে এগিয়ে চলুক এটাই কামনা করি।”
Post Comment