সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
ভাইফোঁটার সেরা উপহার! তিন বছর বন্ধ থাকার পর পুনরায় খুলল পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনডোর পরিষেবার দুয়ার। ভাইফোঁটার পবিত্র দিন স্বাস্থ্যকেন্দ্রের ১০ শয্যার ইনডোর পরিষেবার সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস, জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মৎস্য ও প্রাণী স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল, বরাবাজারের বিডিও ঋদ্ধিবান চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে সিন্দরি গ্রাম পঞ্চায়েত ছাড়াও বান্দোয়ান- বানজোড়া, শুকুরহুটু ও ঢেলাৎবামু গ্রাম পঞ্চায়েতের একটা বড়ো অংশের মানুষজন ইনডোর পরিষেবা চালু হওয়ার ফলে উপকৃত হবেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, “আগে এখানে ইনডোর পরিষেবা ছিল। কিন্তু নানান সমস্যার কারণে সেটি বন্ধ হয়ে যায়। আবার আমরা সেই পরিষেবা চালু করলাম। ইনডোর পরিষেবা থেকে গোটা এলাকার প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবেন। “
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২ জন চিকিৎসক, ৫ জন সেবিকা ও ৩ জন সাফাই কর্মী আছেন। চিকিৎসক সহ পরিকাঠামোর অভাবে ইনডোর পরিষেবা এতদিন বন্ধ ছিল।
নিরাপত্তার কথা মাথায় রেখে ভগ্ন সীমানা প্রাচীর মেরামত করাবে জেলা পরিষদ। স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘন্টার জন্য জেনারেটরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নতি হবে আশা নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।








Post Comment