নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান : ফি বছরের মতো এবারও তিন দিন ধরে মেগা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হলো পুরুলিয়ার বান্দোয়ানে। চলতি মাসের ৬ থেকে ৮ এই টুর্নামেন্ট হয়। জেলার জঙ্গলমহল এলাকার মেগা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ‘তালপাত প্রিমিয়ার লিগ ২০২৪’ নামে পরিচিত। এই টুর্নামেন্টে বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের ১৬টি দল অংশ নেয়। মঙ্গলবার ফাইনালে স্টার ইলেভেন এস.ওয়াই.বি.সি. ইলেভেনকে ১০ রানে পরাজিত করে। এই খেলাকে কেন্দ্র করে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ব্যাপক উন্মাদনা ছিলো। ফাইনাল খেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। বাংলার বিখ্যাত টেনিস খেলোয়াড় সৌরজ প্রামাণিক, ঝাড়খণ্ডের লাকি সিং সহ একাধিক খেলোয়াড়। এই টুর্নামেন্টে অংশ নেন। এই টুর্নামেন্টের খেলা গুলি বান্দোয়ান তালপাতের মাঠে হয়।
Post Comment