নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
জঙ্গল থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার। বান্দোয়ান থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম মুকুল ওরাং (৫৫)। তার বাড়ি বান্দোয়ান থানার খেজুরডি গ্রামে। বুধবার ওই মহিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। এদিন সকালে গঙ্গামান্না গ্রামের জঙ্গলে তার দেহ দেখতে পাওয়া যায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।











Post Comment