insta logo
Loading ...
×

কাঠ পাচার রুখে হামলার শিকার বন সহায়ক

কাঠ পাচার রুখে হামলার শিকার বন সহায়ক

নিজস্ব প্রতিনিধি, হুড়া :

কাঠ বোঝাই গাড়ি আটকাতে গিয়ে আক্রান্ত বন সহায়ক। নাকে পড়ল ঘুষি৷ রক্তারক্তি কাণ্ড। ঘটনা বৃহস্পতিবার বিকেলে। কালিয়াবাসা এলাকায় ডিউটি করছিলেন ওই গ্রামের বাসিন্দা তথা বন সহায়ক কবির আনসারি। তার দেওয়া খবরের ভিত্তিতে আকাশমণি গাছের গুঁড়ি ভর্তি একটি পিক আপ ভ্যানকে ধাওয়া করে ধরে ফেলেন বিশপুরিয়া বিট আধিকারিক ও একজন অরণ্য সাথী। কাঠের বৈধ নথি না থাকায় তা আটক করা হয়। চালক ও সহকারী পালিয়ে যায়।

এদিকে হুড়া রেঞ্জ কার্যালয় আসার পথে একটি দোকানে জলযোগ করতে দাঁড়িয়েছিলেন কবির বাবু। তাঁর অভিযোগ, সেখানেই কাশিপুর থানার হদলদা গ্রামের এক ব্যক্তি তাকে আক্রমণ করে নাক ফাটিয়ে দেয়। নাক থেকে রক্ত ঝরতে থাকে। সহকর্মীদের সাহায্যে জখম ওই বন সহায়ক হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে যাওয়া হয় ।

তার অভিযোগের ভিত্তিতে কাশিপুর থান এলাকার বাসিন্দা হামলাকারীর বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে হুড়া থানার পুলিশ।

Post Comment