insta logo
Loading ...

জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীশের বাড়িতে বিধায়ক, সভাদিয়েপতি

জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীশের বাড়িতে বিধায়ক, সভাদিয়েপতি

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

কাশ্মিরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন ঝালদার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রা। হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার মনীশবাবু তার পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। সেখানেই ঘটে গেল এই পৈশাচিক ঘটনা। শোকে কাতর পরিবারের সদস্যরা। তাঁদের পাশে দাঁড়ালেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। ঝালদায় কান্নায় ভেঙে পড়া পরিবারের পাশে দাঁড়ালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

তাঁরা উভয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বদা মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Post Comment