insta logo
Loading ...
×

থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায় বাঘমুন্ডির ঘটনা, উত্তেজনা

থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায় বাঘমুন্ডির ঘটনা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

পুরুলিয়া জেলার বাঘমুণ্ডির পাথরডি গ্রামের ২২ বছরের ইব্রাহিম আনসারীকে খুঁজে পাচ্ছে না পরিবার । খোদ পুলিশের এমন অভিযোগে আতঙ্ক বাড়ছে তার বাড়িতে। ১১ দিন কেটে গেলেও যুবকের কোনো খোঁজ না মেলায় উদ্বেগে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

একেবারে থ্রিলার সিনেমার মতো এই ঘটনার সূত্রপাত হয় এক যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে। অভিযোগ ছিল,মেয়েটিকে উত্যক্ত করে যুবক। সেই অভিযোগে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য বাঘমুণ্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পরিবারের দাবি, থানায় থাকার সময় হঠাৎ পেটব্যথার কথা জানায় ইব্রাহিম। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। তারপর থেকে পুলিশ ও পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

ইব্রাহিমের মা আসলিমা খাতুন বলেন, “এতদিন হয়ে গেল আমার ছেলের কোনো হদিশ নেই। থানায় নিয়ে গেল পুলিশ, তারপর বলল হাসপাতালে পালিয়ে গিয়েছে। আমার ছেলে কোথায় গেল, আমরা জানতে চাই। “

ঘটনাকে কেন্দ্র করে সোমবার থানার বাইরে এক দফা ক্ষোভপ্রকাশে অংশ নেন পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা। বিক্ষোভে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

Post Comment