নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: কংগ্রেসের ছাত্র সংগঠন
ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী
বাঘমুন্ডি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। মঙ্গলবার তিনি বাঘমুন্ডির জাতীয় কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেস ও ছাত্র পরিষদের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। বাঘমুন্ডি ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রিয়াঙ্কা চৌধুরিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর সংগঠনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। সংগঠনের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরি বলেন, “বর্তমানে সমাজের করুন অবস্থা। একমাত্র ছাত্র সমাজই পারে এই অবস্থার পরিবর্তন করতে। যদি ছাত্র সমাজ নিজেদের দাবি-দাওয়া নিয়ে সামনে এগিয়ে আসে তাহলেই এই সমাজের পরিবর্তন হবে। ছাত্ররাই পারবে সমস্ত কিছুর শুদ্ধিকরণ করে সমাজকে সঠিক দিশা দেখাতে। ছাত্রদের কাছে আমার অনুরোধ তারা যেন আরও সচেষ্ট হয়ে সমস্ত কাজ করে।”
এদিন সভানেত্রীকে পাশে পেয়ে মনোবল বাড়িয়ে নিয়েছে ছাত্র পরিষদ নেতৃত্ব।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment