অমরেশ দত্ত, মানবাজার:
সংস্কারের অভাবে মানবাজার ১নম্বর ব্লকের কামতা জাঙ্গীদিরি অঞ্চলের ক্যাশার মোড় থেকে বদলডি রাস্তার বেহাল দশা। রাস্তায় পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে খানা-খন্দ। বর্ষার সময় রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের।প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত প্রচুর মানুষের। চলে অংসখ্য বাইক, টোটো, বাস।এ বিষয়ে স্থানীয়রা জানান, বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের প্রয়োজন।প্রশাসনকে এই ব্যাপারে একাধিকবার জানিয়েও কোন সুরাহা হয়নি। দুর্গাপুজোর আগে মানবাজার ১নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর সেখানে পরিদর্শন করে যান। কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে তিনি বলেন, “এবিষয়ে আমি জেলায় রিপোর্ট করেছি। এখনও পর্যন্ত রাস্তার অনুমোদন হয়নি। যত দ্রুত সম্ভব হয় তা দেখছি।”











Post Comment