নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পুষ্টির হাল ফেরাতে পুরুলিয়ার মানবাজার এক ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে গত তিন মাস ধরে অপুষ্ট শিশুদের শিশু খাদ্য বিতরণ চলছে। এই বেবি ফুড বিতরণ করে আসছে কলকাতার অন্তর রাষ্ট্রীয় পুষ্টি মার্গীয় বৈষ্ণব পরিষদ। উদ্যোগটির মূল লক্ষ্য—অপুষ্ট শিশুদের স্বাস্থ্য-সুরক্ষা ও সামগ্রিক উন্নতি নিশ্চিত করা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে মোট ৩৫ জন শিশুকে পুষ্টিকর খাদ্য প্রদান করা হচ্ছে। নিয়মিত এই সহায়তার ফলে শিশুদের শারীরিক অবস্থার ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। এই উদ্যোগকে সফল করতে যে উদার সহায়তা করেছেন বিভাকর সাও। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিষদ। তাদের বক্তব্য, “বিভার সাও-র সদয়তা ও সহযোগিতা এই শিশুদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।” এই প্রসঙ্গে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র বলেন,
“অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব শিশুরা সঠিক পুষ্টির অভাবে বেড়ে ওঠে, তাদের জন্য নিয়মিত বেবি ফুড সরবরাহ একটি বড় সহায়তা। আমরা চাই আরও মানুষ এগিয়ে আসুন।”











Post Comment