নিজস্ব প্রতিনিধি, ঝালদা: ঝালদা থানার জারগো মাতলো ‘বাবা নাম কেবলম’ এ। আনন্দমার্গীদের পক্ষ থেকে এই ‘বাবা নাম কেবলম’ সংকীর্তন অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার। উদ্যোক্তাদের দাবি, এই নাম সংকীর্তন মানুষের জীবনের আধ্যাত্মিক চেতনা এনে দেয়। জীবনের দৈনন্দিন করনীয় হলো এই সংকীর্তন। সংকীর্তন উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এলাকাবাসীকে। সংকীর্তন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ঝালদার বিভিন্ন এলাকা থেকে আগত আনন্দমার্গী সন্ন্যাসী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
Post Comment