
নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি
পুজোর মুখে বিপুল পর্যটকদের কথা মাথায় রেখে অযোধ্যা পাহাড়তলি সাফাই করলো একটি বেসরকারি পর্যটন সংস্থা। শনিবার বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়তলিতে পর্যটন সংস্থার কর্মীরা ঝাড়ু হাতে সাফাই কাজ করেন। বিভিন্ন সাইট সিয়িং তারা সাফ সুতরো করে স্থানীয় বাসিন্দাদের মন জিতে নেন। পর্যটন সংস্থার এই কাজে তারিফ করেন সকলেই। অযোধ্যা পাহাড়ে পুজো থেকেই পর্যটনের মরশুম শুরু হয়। ইতিমধ্যেই পুজোর বুকিং হাউসফুল। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই পাহাড়কে সাজানোর প্রস্তুতিও চলছে।
Post Comment