insta logo
Loading ...
×

আবাস প্লাসে উলট পুরাণ! একমত তৃণমূল- বিজেপি

আবাস প্লাসে উলট পুরাণ! একমত তৃণমূল- বিজেপি

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

আবাস প্লাস নিয়ে যখন চরম উত্তেজনা পুরুলিয়ার পঞ্চায়েতে পঞ্চায়েতে, তখন একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে অসহায় বিধবা প্রৌঢ়া। তাঁর হয়ে পঞ্চায়েতে তালা ঝোলাচ্ছে না কেউ। পথ অবরোধ করতেও যাচ্ছে না। ফলে প্রশাসনের বিভিন্ন দুয়ারে আবেদন নিয়ে ঘুরছেন তিনি।
মহিলার নাম সবিতা কুমার। বাপের বাড়ি পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের বারবেন্দা গ্রামে। স্বামী মারা যাওয়ার পর ঠাঁই নাড়া হওয়ায় বৃদ্ধা মায়ের সঙ্গে বাপের বড়িতেই থাকেন সবিতা দেবী। আবাস প্লাসের তালিকায় নাম ছিল তাঁর। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী বিধবার নাম বাদ গেছে তালিকা থেকে। কেন বাদ গেছে জানেন না তিনি। সবিতা দেবীর কথায়, প্রশাসন সরেজমিনে তদন্ত করে দেখুক আমার অবস্থা। কেমন ঘরে আমি থাকি, আমার কী আছে কী নেই দেখুক, তারপর যদি মনে হয় ঘর দেওয়ার প্রয়োজন নেই, তখন না দিক।
প্রৌঢ়ার দাবি যে অযৌক্তিক নয়, একথা মানছেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা তথা জয়পুর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ তৃণমূলের পেলানী কুমার। অন্যদিকে রাজ্যে যে দল তৃণমূলের সব থেকে বড়ো বিরোধী সেই বিজেপি দলের টিকিটে জয়ী জয়পুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেত্রী কুমকুম কুমারও মহিলার দাবিতে সহমত।

দুই প্রবল বিরোধী একমত। তবু প্রশাসনিক গেরোয় আটকে সবিতা দেবীর ভাগ্য। বিষণ্ণ মুখে তিনি চেয়ে আছেন আকাশের দিকে। ঈশ্বর যদি আছেন, বিচার করতে একমাত্র তিনিই পারবেন হয়তো।

Post Comment