নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
সেন্দ্রা উৎসবের আগে সচেতনতা বৈঠক অযোধ্যা পাহাড়ে। যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করল বন দফতর। বুধবার হিল টপ ময়দানের বৈঠকে পুরুলিয়া বন বিভাগের আধিকারিকরা ছাড়াও ছিল পুলিশ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।
প্রতিবছর ক্যালেন্ডারে ৭ বৈশাখা সেন্দ্রা পরবে মাতেন আদিবাসীরা। জঙ্গলে অনুসন্ধানের পাশাপশি পুজো অর্চনা করেন জঙ্গলে। প্রথাগত অস্ত্র শস্ত্র নিয়ে মানুষজন অতীতে জঙ্গলে প্রবেশ করত। ওইদিন একাধিক বন্যপ্রাণ শিকারও করা যেতো। অস্ত্র ছাড়াও থাকত ফাঁদ। মৃত্যু হতো বন্যপ্রাণের। প্রাণ যেত পাখিদের। তবে বছর কয়েক ধরে স্থানীয় যৌথ বন পরিচালক কমিটির সদস্যদের সহযোগিতায় বন দফতরের ধারাবাহিক প্রচেষ্টায় এখন আর বন্যপ্রাণ শিকার হয় না।
যাতে সেন্দ্রা উৎসবে কোনো বন্যপ্রাণের রক্ত না ঝরে সেদিকে লক্ষ্য রাখতে অযোধ্যা রেঞ্জের কয়েকটি যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের সক্রিয় ভাবে প্রচার ও নজরদারি চালানোর কথা বলা হয়। বৈঠকের পর সেখানে ছৌ নাচের মাধ্যমে একটি সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।
Post Comment