নিজস্ব প্রতিনিধি , জয়পুর :
জয়পুর–পুরুলিয়া রাজ্য সড়কের ফরেস্ট মোড়ের কাছে সোমবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের বক্তব্য, দ্রুতগতির একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। সংঘর্ষের অভিঘাতে ছিটকে পড়ে গুরুতর জখম হন বাইক আরোহী বিকাশ মাহাতো (২২)। জখম হন চারচাকা গাড়িটির চালকও।
দুজনকেই তড়িঘড়ি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য স্থানীয় বাসিন্দারা একটি অটোতে তুলে দেন। অটোচালক চাষমোড়ে উভয়কে নামিয়ে দিয়ে পালান। জয়পুর থানার পুলিশ সেখানে পৌঁছায়। উভয়কে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিকাশকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি জয়পুর থানার চাপাইটাঁড় গ্রামে। দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটিকে ক্রেনে করে নিয়ে এসেছে পুলিশ। তাতে আবার চলচ্ছক্তিহীন এক বৃদ্ধ বসেছিলেন। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।










Post Comment