সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
বলরামপুরের পর বরাবাজার। গলার চেন চুরি করতে গিয়ে একটুর জন্য মিস করলো চোর। রীতিমতো শোরগোল পড়ে গেল বরাবাজারের নামোপাড়ায়। বুধবার সকাল ১১ টা নাগাদ নামোপাড়ার বাসিন্দা সুমিতা হোতা বাড়ির সামনে রাস্তায় রোদ পোহাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই বাইকে করে এক দুষ্কৃতী এসে তার গলা থেকে চেন ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু ছিনতাইয়ের কাজে সফল হতে পারেনি দুষ্কৃতী। চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই মহিলা। আর তখনই সেখান থেকে পালিয়ে যায় ওই চোর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বরাবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। চোরটিকে পাকড়াও করা যায়নি।
বেশ কিছুদিন ধরে ওই চোরটি এলাকায় ঘোরাফেরা করছিল বলে অভিযোগ। আর এদিন সরাসরি চুরি করতে গিয়ে সফল হতে পারেনি সে। ঘটনার ফলে আতঙ্কিত ওই মহিলা।
এলাকা একপ্রকার ফাঁকাই ছিল সে সময়। লোক চলাচল করছিল না বললেই চলে। তারই সুযোগ নিয়ে ওই দুষ্কৃতী চেন ছিনতাইয়ের চেষ্টা করে।
মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে থাকার কারণে দুষ্কৃতীকে চিনতে পারেননি কেউ। এলাকার বেশ কয়েকটি সিসি টিভিতে ধরা পড়েছে এই অজ্ঞাত ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় কাউকে দেখলে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়ার জন্য এলাকাবাসীদের অনুরোধ জানানো হয়েছে।
Post Comment