নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জোর করে ভারত সেবাশ্রম সংঘের জমি দখলের অভিযোগ। অভিযোগ উঠল পুরুলিয়া শহরে। পুরুলিয়া সদর থানায় একদল দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই প্রতিষ্ঠানের মহারাজ স্বামী নিত্যাশুদ্ধানন্দজী বলেন, পুরুলিয়া শহরের ১ নম্বর ওয়ার্ডের তাদের মুল আশ্রম মন্দিরের পাশে ০.০৬২৪ একর জমি রয়েছে। সেটি ১৯৮১ এবং ১৯৯৫ সালে কেনা হয়েছে। পরে সংঘের তরফে ওই জমিটি সীমানা পাঁচিল দেওয়া হয়। তাঁদের আশ্রমের নামে রেকর্ড ভুক্ত ওই জমির জন্য নিয়মিত সরকারি কর পর্যন্ত দেওয়া হয়। আশ্রমের অভিযোগ, গত শনিবার দুপুরে জনৈক অরূপ সরকার কিছু দুষ্কৃতিকে সঙ্গে নিয়ে ওই সীমানা পাঁচিল ভেঙে দেন।আবাসিকদের কাছ থেকে এই খবর পেয়ে সেখানে পৌঁছান মহারাজ স্বামী নিত্যাশুদ্ধানন্দজী। আসেন অন্যান্য সন্ন্যাসীরাও। অভিযোগ, তাঁদের গালাগালি দেওয়ার পাশাপশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এলেও অভিযুক্তরা কাজ বন্ধ করেনি বলে অভিযোগ। মহারাজের দাবি তাঁদের ওই জমিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। গেলেই লাঠি, গাঁইতি নিয়ে তাদের ওপর মারমুখী হচ্ছে অভিযুক্তরা। পুলিশকেও অভিযুক্তরা সেখানে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। জমিটি যাতে বেহাত না হয় তার জন্য থানায় আবেদন জানিয়েছে ওই প্রতিষ্ঠান। অভিযুক্তদের তরফে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্ততে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।জমিটি কার সেই বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠি দিয়েছে পুলিশ।
Post Comment