insta logo
Loading ...

প্রকাশ্য দিবালোকে এটিএম ভাঙার চেষ্টা

প্রকাশ্য দিবালোকে এটিএম ভাঙার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

প্রকাশ্য দিবালোকে এটিএম ভাঙার চেষ্টা। সেই ফুটেজ ধরা পড়ল সিসি টিভিতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পুরুলিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের নামোপাড়ার রথতলা এলাকায়। ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন প্রতিদিনের মতো এটিএম মেশিনে টাকা রাখার জন্য কর্মীরা ওই এটিএম কাউন্টারে গিয়েছিলেন। তারা দেখেন মেশিনটি কেউ বা কারা খোলার
চেষ্টা করেছে। ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সেখানে থাকা সিসি টিভির ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ওই এটিএম মেশিনটি খোলার চেষ্টা করেছিল। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দিয়েছে। ফুটেজ দেখে অভিযুক্ত ব্যাক্তির খোঁজ শুরু করেছে পুলিশ ।

Post Comment