নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ধারে সবজি চেয়ে না পেয়ে আড়তদারকে সোজা ধারালো ভোজালির কোপ। পালটা গণধোলাই দিয়ে ভোজালিধারীকে পুলিশের হাতে তুলে দিল আমজনতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুরুলিয়া শহরের বড় হাটে। ধৃতের নাম শহিদ আনসারি ওরফে টেরুয়া। পুরুলিয়া শহরের ডাক্তার ডাঙ্গা এলাকার বাসিন্দা সে। অভিযোগ, বড়হাটে এসে পুরুলিয়া শহরেরই গাড়িখানার বাসিন্দা অঞ্জন দাসের সবজি মান্ডিতে শহিদ আনসারি জবরদস্তি ধারে সবজি কিনতে চায়। আগেও বকেয়া আছে তার। ফলে পুরোনো ধার মিটিয়ে দিতে বলেন বিক্রেতা। তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, শহিদ বাড়ি থেকে একটি ধারালো ভোজালি নিয়ে এসে সবজি বিক্রেতার ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য অঞ্জন বাবু আর্তনাদ শুরু করলে বাজারের লোকজন শহিদ আনসারিকে অস্ত্র সহ ঝাপটে ধরে। চলে গণ প্রহার। পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। অঞ্জন বাবুর অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই প্রথম নয়। ধৃতের বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি মামলা চলছে।
বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment