নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
মদের ভারি কাঁচের বোতল দিয়ে মাথায় জোর আঘাত এক ফল বিক্রেতাকে। অভিযোগ পেয়ে তিন যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ধৃতরা হল আকাশ রাজোয়ার, সন্তু কান্দু ও বিকাশ বাগতি। তারা তিনজনই ঝালদার ৩ নম্বর ওয়ার্ডের গড়কুলি এলাকার বাসিন্দা।
অভিযোগকারী ঝাড়খণ্ডের রাঁচির বরিহাতু এলাকার বাসিন্দা নাসির আনসারি পুলিশকে জানান তিনি বর্তমানে দিদির বাড়ি পুরাতন ঝালদাতে থাকেন। তার জামাই বাবুর ঝালদা রেল স্টেশনের কাছে একটি ফলের দোকান আছে। শনিবার মধ্যরাতে ওই দোকানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। দেখেন কয়েকজন যুবক উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে সেখানে। সন্দেহ হতে কেন তারা সেখানে ঘোরাফেরা করছে প্রশ্ন করতেই এক যোগে তার উপর চড়াও হয় অভিযুক্তরা। বিয়ারের বোতল মাথায় ভেঙে দেওয়া হলে চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। তাকে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঝালদা থানায় ধৃত তিন যুবক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মারপিটের একটি মামলা রুজু হয়। সোমবার অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment