insta logo
Loading ...
×

লাঠির ঘায়ে জখম শাশুড়ি – বৌমা, ধৃত ১

লাঠির ঘায়ে জখম শাশুড়ি – বৌমা, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

পুরনো শত্রুতার জেরে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্তর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম জলধর পরামানিক। বাড়ি বরাবাজার থানার কায়পাড়া গ্রামে।
এই থানারই বানজোড়া গ্রামের বাসিন্দা মুস্তাক আনসারী থানায় একটি অভিযোগ দায়ের করে পুলিশকে জানান মঙ্গলবার রাতে তার স্ত্রী আয়েসা বিবি তার কাপড় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় কায়পাড়া এলাকায় আয়েসা বিবি এবং তার মায়ের ওপর অভিযুক্ত ব্যাক্তি লাঠি দিয়ে হামলা চালায় । দুজনেই জখম হন। তাদের চিৎকারে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে এল অভিযুক্ত পালিয়ে যায়। শাশুড়ি ও বৌমাকে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।মঙ্গলবার অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment