insta logo
Loading ...
×

মহিলাকে কোপ, ধৃত যুবক

মহিলাকে কোপ, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে মহিলার উপর হামলা। হামলা চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়। অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করছে পুরুলিয়া জেলার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম তপন মাহাতো। বাড়ি এই থানার লালডি গ্রামের উপর পাড়ায়। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। ঘটনা ঘটে সোমবার। এই থানার রাধানগর গ্রামের বাসিন্দা পূর্ণিমা দিগারের অভিযোগ এদিন বিকেলে তিনি যখন বেড়াদার লালডি মোড়ের কাছাকাছি ছিলেন সেই সময় হঠাৎ ২ যুবক তার পথ আটকে অশ্লীল ভাষায় গালাগালি করার পাশাপাশি তাকে হেনস্থা ও অপমান করে। এই ঘটনার প্রতিবাদ করায় এক যুবক একটি ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার উপর হামলা করে। তাতে বাঁ হাতে গুরুতর চোট পান মহিলা বলে দাবি। পরে ওই মহিলার চিকিৎসা করানো হয় বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশ জানিয়েছে, পলাতক অপর ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে কেন এই হামলা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।

Post Comment