নিজস্ব প্রতিনিধি, ঝালদা
রবিবার গভীর রাতে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদা রেলস্টেশনে। ট্রেন থেকে নামতেই এক ব্যক্তির ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন খালিদ আনসারী নামে ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঁচি থেকে কাজ সেরে নিজের হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন খালিদ। ট্রেন থেকে ঝালদা স্টেশনে নামার পরই আচমকা তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে ঝালদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। জানা গেছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তাঁর অবস্থা সংকটজনক।

ঘটনার পর থেকে পুরুলিয়া জিআরপি ও স্থানীয় থানার পুলিশ তদন্তে নেমেছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের সন্ধানে চলছে তল্লাশি।










Post Comment