insta logo
Loading ...
×

গালাগালির প্রতিবাদে প্রাণঘা*তী হামলা, উত্তেজনা বলরামপুরে

গালাগালির প্রতিবাদে প্রাণঘা*তী হামলা, উত্তেজনা বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

জনসমক্ষে অকারণে অশ্লীল ভাষায় গালাগালির প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের উপর প্রাণঘাতী হামলা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ, বলরামপুর থানার সাইবুড্ডি মোড়ে।

অভিযোগ, এলাকায় অশ্লীল ভাষায় গালাগাল করছিল দুই যুবক। প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বিভীষণ মণ্ডল ও সুজিত সিং সর্দারের উপর হামলা চালায় ফলারি কুমার ও সুবোধ কর্মকার নামে দুই স্থানীয় যুবক। গুরুতর আহত অবস্থায় বিভীষণ ও সুজিতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পরপরই সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বাড়ি বলরামপুর থানার শিরগী গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment