নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি : সাত লক্ষাধিক টাকায় ঢালাই রাস্তার উদ্বোধন হলো বাঘমুন্ডিতে। শনিবার বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতের আটনা গ্রামে এই ঢালাই রাস্তার উদ্বোধন করেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী। ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সহ-সভাপতি মানস মেহতা, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির পূর্ত,কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ইন্দুমতি মাহাতো। ওই ঢালাই রাস্তা পেয়ে এলাকার মানুষজন খুশি। এই রাস্তার দাবী ছিল দীর্ঘদিনের। পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজ হয়। মোট প্রকল্প ব্যয় ৭ লাখ ৭৬ হাজার টাকা।
Post Comment