insta logo
Loading ...
×

কঠিন লড়াই লড়ে এশিয়ার সেরা পুরুলিয়ার মেয়ে

কঠিন লড়াই লড়ে এশিয়ার সেরা পুরুলিয়ার মেয়ে

অমরেশ দত্ত, বরাবাজার:

কোন লড়াই ছিল বেশি কঠিন? চরম দারিদ্রকে উপেক্ষা করে তীরন্দাজির ধনুর্বাণ হাতে তুলে নেওয়া? নাকি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ – ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় মহিলা রিকার্ভ তীরন্দাজির ফাইনাল ম্যাচে চাইনিজ তাইপের ইউ-ঝু ফং-এর কাছে প্রথম দুটি সেট হেরে গিয়েও সোনা জেতা? একটা নয়, দুটো সুকঠিন লড়াই জিতলেন পুরুলিয়ার বরাবাজারের বাসন্তী মাহাতো। ছোটবেলা থেকে যে লড়াই তিনি করছেন, তাতে ফাইনালে স্নায়ুর চাপ ধরে রেখে তৃতীয় সেটে অব্যর্থ নিশানায় তীর ছুঁড়ে “পারফেক্ট-৩০” এর মাধ্যমে দুরন্ত প্রত্যাবর্তন করাটা তুলনায় বাসন্তীর কাছে সহজই ছিল। সেই আত্মবিশ্বাসে ভর করে শেষ দুটি সেটের প্রতিটিতে ২৯ স্কোর করে যখন স্বর্ণপদক জিতলেন পুরুলিয়ার বরাবাজারের সোনার মেয়ে তখন স্পোর্টস অথরিটি অফ থাইল্যান্ডের আর্চারি রেঞ্জ ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দেমাতরম’ ধ্বনিতে হয়ে উঠল উদ্ভাসিত। মাস কয়েক আগে ১৮টি দেশের খেলোয়াড়দের নিয়ে দক্ষিণ কোরিয়াতে এশিয়া কাপ প্রতিযোগিতা হয়। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে দলগত ভাবে তীরন্দাজিতে ব্রোঞ্জ পদক জেতেন বাসন্তী। এর পাশাপাশি রিকার্ভ তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে বিষ্ণু চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে রৌপ্য পদক জেতেন তিনি। আর এবার থাইল্যান্ড থেকে সোনা জয় করে ফিরছেন সোনার মেয়ে।

বরাবাজার থানার উদ্যোগে তীরান্দজি শেখানো হবে, গ্রামেরই এক সিভিক ভলান্টিয়ার তাঁকে বলছিল সে কথা। তারপর একদিন চুপচাপ মাঠে চলে গিয়ে শুরু হয়েছিল বছর তেরোর ছোট্ট মেয়েটির অধ্যবসায়। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও বরাবাজার থানার পরিচালিত “লক্ষ্য তীরন্দাজি অ্যাকাডেমিতে” ২০১৮ সালে মাত্র ১৩ বছর বয়সে হাতে ধনুর্বাণ তুলে নিয়ে প্রশিক্ষণ শুরু করেছিলেন বাসন্তী। ছোট থেকেই বাড়িতে অভাব-অনটন। তবে পরিবারের আর্থিক অস্থিরতাতেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের মেয়েটি। বাবা-মা ও এক ভাইকে নিয়ে বাসন্তীর পরিবার। বাবা শান্তিরাম দিনমজুর। ছোট থেকেই বাসন্তী স্বপ্ন দেখতেন, বড় তীরন্দাজ হবেন। কিন্তু দরিদ্র পরিবারে খেলাধুলো মানেই ছিল একপ্রকার বিলাসিতা। তবে তাতে দমে যাননি বাসন্তী। দরিদ্র দিনমজুর পরিবারে অভাবের মধ্যে দিয়ে বড় হয়ে উঠলেও শুধুমাত্র মনের জোর, নিষ্ঠা আর একাগ্রতায় জেলা, রাজ্য থেকে শুরু করে জাতীয় স্তর হয়ে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক লক্ষ্যভেদ করে চলেছেন বাসন্তী।
লড়াই কি তাঁর একটা? বহু লড়াই পার করে সোনা জিতলেন তিনি।

Post Comment