দেবীলাল মাহাত, আড়শা
শহর পুরুলিয়ার সঙ্গে আড়শার সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দে ভরে রয়েছে চারদিক। চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন আড়শা ব্লকের ৩০ থেকে ৪০-টি গ্রামের মানুষ। রাস্তার কিছুটা অংশ ঢালাই হলেও বাকি অংশ বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তার এই বেহাল দশায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আড়শা ব্লক থেকে শহর পুরুলিয়া পৌঁছানোর দুটি রাস্তা। একটি আহাড়রা হয়ে ৩২ কিমি। অপরটি বেলডি হয়ে ২২কিমি। দুরত্ব কম হওয়ায় অধিকাংশ মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন।বেলডি ,আড়শা ও মানকিয়ারি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষের প্রধান ভরসা এই রাস্তা। এই রাস্তার ওপরেই রয়েছে বেলডি জুনিয়ার হাইস্কুল, গৌরাদাগ উচ্চমাধ্যমিক বিদ্যালয় , জুরাডি জুনিয়ার হাইস্কুল , বেলডি গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ একাধিক প্রাথমিক বিদ্যালয়। ফলে স্থানীয় মানুষের কাছে রাস্তাটির গুরুত্ব অপরিসীম। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে সমস্যায় পড়েছেন বহু মানুষ।
এ বিষয়ে গ্রামবাসীরা জানান, পুরুলিয়া থেকে বেলডি পর্যন্ত ১২কিমি রাস্তা জেলা পরিষদ থেকে এবং বেলডি থেকে আড়শা পর্যন্ত ১০কিমি রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে পাকা করা হয়। দীর্ঘদিন পর রাস্তার একদিকে সংস্কার করা হলেও অন্যদিকে আর সংস্কার হয় না। তাই এলাকার মানুষের রাস্তার সমস্যা কোনোদিন মেটেনি। এর ফলে দুর্ভোগ আরও বেড়েছে। রাস্তা যাতে অবিলম্বে দ্রুত সংস্কার হয় সেই দাবি রেখেছেন স্থানীয় মানুষজন।
Post Comment