নিজস্ব প্রতিনিধি, আড়শা:
দূষণের বিরুদ্ধে আবার আন্দোলনে নামলেন “পুয়াড়া অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি।” মঙ্গলবার, আড়শা ব্লক অফিসে ডেপুটেশন দেন তারা।
কমিটির সদস্যরা জানান, আড়শার কৌরাং গ্রামের পাশে ‘বিজয় স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেড’ কারখানা ২০ বছর ধরে চলছে । অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার দূষণের কারণে জেরবার হচ্ছেন এলাকার মানুষ। কারখানা থেকে নির্গত ছাইয়ে ঢেকে যাচ্ছে গ্রাম। দূষিত হচ্ছে পুকুরের জল ও চাষের জমি। ধান গাছ কালচে হয়ে যাচ্ছে, ফলে কৃষকদের অর্ধেক দামে ধান বিক্রি করতে হচ্ছে । দূষণে জেরবার হয়ে বারবার পঞ্চায়েত, ব্লক থেকে জেলা প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। কিন্তু সুরাহা হয়নি।
মাস তিনেক আগে কলকাতায় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে বৈঠক হলেও, তাতেও ফল মেলেনি।
ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির জেলা সহ সভাপতি স্বদেশপ্রিয় মাহাতো বলেন, “আমরা দূষণ মুক্ত পরিবেশ চাই। কৃষকদের ফসল নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না নিলে কারখানার গেট ঘিরে লাগাতার বিক্ষোভ চলবে।”
দূষণ বিরোধী কমিটির সদস্য দিবাকর তাবেদার, দীপক পরামানিক জানান, “আমরা এই ভয়াবহ দূষণ থেকে মুক্তি পেতে, ছ’মাস ধরে আন্দোলন করে আসছি। আজ প্রমাণ স্বরূপ দূষণে ক্ষতিগ্রস্ত ফসল, পাতা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা দূষণ মুক্ত কারখানা চাই এবং বছরের পর বছর যে ধান, সব্জি চাষে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই। এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, “দাবিপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”











Post Comment