insta logo
Loading ...
×

জলছত্র নিয়ে পথচলতি মানুষের পাশে আড়শা ব্লক ড্রাইভার মহাসংঘ

জলছত্র নিয়ে পথচলতি মানুষের পাশে আড়শা ব্লক ড্রাইভার মহাসংঘ

দেবীলাল মাহাত, আড়শা:

সুকুমার রায়ের ‘অবাক জলপান’ গল্পে পথিক জলের জন্য হা পিত্যেস হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু জল পাননি। শেষে বুদ্ধি খাটিয়ে তাকে জল পান করতে হয়েছিল। সময়ের পরিবর্তন হলেও, সুস্থ থাকতে আজও মানুষের জীবনে জলের গুরুত্ব অপরিসীম। তাই এবার ‘জলছত্র’ নিয়ে পথচলতি মানুষের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের পুরুলিয়া জেলার আড়শা ব্লক ড্রাইভার মহাসংঘের সদস্যরা।

মঙ্গলবার গরমের মধ্যে পথচলতি মানুষদের খানিকটা স্বস্তি দিতে আড়শা ব্লকের কান্টাডি মোড়ে ‘জলছত্র ‘খুললেন তাঁরা। গরমের মধ্যে পথ চলতি মানুষজন আড়শা ব্লক ড্রাইভার মহাসংঘের এই উদ্যোগে দারুন খুশি। বেশ কয়েক দিন আগে এই সংগঠনের সক্রিয় ভূমিকায় বাঘমুন্ডি ব্লকের এক নিখোঁজ ব্যক্তি তার পরিবারকে খুঁজে পেয়েছিলেন।

এবার ‘জলছত্র’ নিয়ে পথচলতি মানুষদের পাশে দাঁড়ালো এই সংগঠন। শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নয়। সমাজের পাশে দাঁড়ানোও তাদের কর্তব্য। বলছেন ওই সংগঠনের সদস্যরা।

Post Comment