নিজস্ব প্রতিনিধি, আদ্রা: মোবাইল টাওয়ারের কেবল তার চুরির অভিযোগে গ্রেফতার হলো আদ্রায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ মাহাতো। তার বাড়ি পাড়া থানার দড়দা গ্রামে। সোমবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তার ৭ দিনের পুলিশ হেফাজত হয়। শনিবার বেশি রাতে আদ্রা থানার দালানডাঙ্গা মোবাইল টাওয়ার থেকে এলার্ম বেজে ওঠে। এরপরেই বেসরকারি ওই মোবাইল কোম্পানির কয়েকজন ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ ওই সময় একটি স্কুটিতে তিন দুষ্কৃতিকে তারা যেতে দেখেন। পরে জানা যায়, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট কেবল তার চুরি গিয়েছে। এই ঘটনায় দুষ্কৃতীদের স্কুটির নম্বরটি তারা দেখে ফেলে। এই মর্মে রবিবার আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই এই গ্রেফতার।
Post Comment