নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :
বেআইনি ভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাঁওতালডিহি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত নারান গড়াই-র বাড়ি সাঁওতালডিহি থানার কাঁকি বস্তি এলাকায়।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে কাঁকি হাটতলা এলাকায় একটি গুদাম ঘরে বেআইনি ভাবে মদ বিক্রি করা হয়। খবরের ভিত্তিতে ওই গুদাম ঘরে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১১৬ বোতল দেশি মদ। পরে এই ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সাঁওতালডিহি থানার পুলিশ।










Post Comment