insta logo
Loading ...
×

বাড়িতে বেআইনি দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার

বাড়িতে বেআইনি দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : গৃহস্থের বাড়িতে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনা পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামের। ধৃত ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গোপাল মাহাত। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামে। শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে ১৬ বোতল দেশি মদ উদ্ধার হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment