নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বকেয়া টাকা আদায় করতে গিয়ে মারাত্মকভাবে আক্রান্ত হলেন এক মুদি দোকানদার। বুধবার ঘটনায় অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মুরুলি কুমার ও তার ছেলে মনোজ কুমার। দুজনের বাড়ি কোটশিলা থানার টাটুয়াড়া গ্রামে হলেও বর্তমানে তারা জয়পুরের আমটাঁড় গ্রামে বসবাস করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তোপচাঁচি এলাকার বাসিন্দা সন্তোষ কুমার চৌধুরী দীর্ঘ আট বছর ধরে মুরুলি কুমারদের ঋণে গোলদারি সামগ্রী সরবরাহ করতেন। ধীরে ধীরে তাদের বকেয়া দাঁড়ায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। গত বুধবার সকালে টাকা আদায়ের দাবিতে সন্তোষবাবু জয়পুরের আমটাড়ে অভিযুক্তদের বাড়িতে যান। অভিযোগ, সেখানেই শুরু হয় বচসা। পরে মুরুলি কুমার ও তার ছেলে মনোজ কুমার বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তার কাছে থাকা হিসেব-নিকেশের নথিও ছিনিয়ে নেয়। মাথায় গুরুতর চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় সন্তোষবাবু কোনোমতে সেখান থেকে পালিয়ে জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আশ্রয় নেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় প্রায় আটটি সেলাই পড়েছে।
ঘটনার ভিত্তিতে পুলিশ ওই রাতেই মামলা রুজু করে অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।











Post Comment