বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
এই নিয়ে পাঁচবার।
একটি রাস্তা। দৈর্ঘ্য বড়জোর কিলোমিটার তিনেক। দেড় বছর সময়ের মধ্যে চারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েও কাঁচা রাস্তা হয়নি পাকা। এবার পঞ্চম বার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির দ্বারস্থ বলরামপুরের বাঁকুডি কে বি এস ডি সেমলেদ ক্লাব।
ক্লাবের অভিযোগ এই ব্লকের ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের বাঁকুডি থেকে কাঁটাডি হয়ে পুরুলিয়া যাওয়ার যে রাস্তা , সেই রাস্তার মাঝে বাঁকুডি গ্রামের নীচপাড়া থেকে আড়শা ব্লকের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা বছরের পর বছর ধরে বেহাল। ওই কাঁচা রাস্তাকে পাকা রাস্তা করার দাবি নিয়ে বারে বারে দরবার হয়েছে।
বুধবার ক্লাবের সদস্যরা পুরুলিয়া জেলা পরিষদে গিয়ে সভাধিপতিকে লিখিত স্মারকলিপি তুলে দেন। ক্লাবের সভাপতি অনিল মান্ডি জানান, এই রাস্তার সমস্যার কথা জানিয়ে ইতিপূর্বে তারা চারবার লিখিতভাবে সভাধিপতির কাছে অভিযোগ জানিয়েছেন।আজ পঞ্চমবার সভাধিপতিকে ওই একই সমস্যার কথা জানালেন। বর্ষার পূর্বে তাদের এই দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “বিষয়টি রাজ্য সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে জানিয়েছি। সেখান থেকে অনুমোদন হলেই রাস্তাটি নির্মাণের কাজ শুরু হবে।
Post Comment