insta logo
Loading ...
×

পুরুলিয়া আদালতের পুরানো ভবনকে হেরিটেজ তকমা দেওয়ার আবেদন

পুরুলিয়া আদালতের পুরানো ভবনকে হেরিটেজ তকমা দেওয়ার আবেদন

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

মানভূমের বিচার বিভাগীয় ব্যবস্থার একমাত্র ঠিকানা ছিল পুরুলিয়া জেলা আদালত। শুধুমাত্র পুরুলিয়া নয়। বর্তমান ঝাড়খণ্ডের যেকোনো আইন সম্বন্ধীয় সমস্যার সমাধান মিলত এই আদালতে। ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল পুরুলিয়া জেলা আদালত। সেই পুরানো ভবনের পাশেই নবনির্মিত বিল্ডিং তৈরি হলো। শনিবার আনুষ্ঠানিক ভাবে পুরুলিয়া জেলা আদালতের নতুন বিল্ডিং-র উদ্বোধন হয়।

এই বিল্ডিংয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগনানম। হাইকোর্টের তরফে প্রতিনিধি হিসাবে শনিবার সকালে জেলা আদালতের নতুন ভবনের ফিতে কেটে, প্রদীপ
প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের করে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত মজুমদার, অনুষ্ঠানে ভার্চুয়ালি ছিলেন রাজ্যের আইন বিভাগের মন্ত্রী মলয় ঘটক।

বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রী চট্টোপাধ্যায় বলেন , নতুন বিল্ডিং হওয়ার ফলে অনেকটাই উপকৃত হয়েছেন আইনজীবীরা। পুরানো বিল্ডিং-র তুলনায় নতুন ভবন অনেকটাই বড়। এই ভবনে রয়েছে লিফটের ব্যবস্থা। তাই কাজ করতে অনেকটাই সুবিধা হবে আইনজীবীদের। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ঐতিহ্যবাহী এই বিল্ডিং ব্রিটিশ আমলে তৈরি হয়। এই জেলা যখন মানভূম হিসাবে পরিচিত ছিল সেই সময় থেকে আইনের সমস্ত কাজ এই বিল্ডিংয়ে সম্পন্ন হতো।

কোর্টে নতুন ভবন হলেও পুরানো বিল্ডিং-র আলাদাই ঐতিহ্য রয়েছে। ‌ তাই এই বিল্ডিং হেরিটেজ তকমা পাওয়ার যোগ্যতা রাখে। ‌এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আদালতের বিচারক সুজাতা
খড়্গ, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়,
বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রী চট্টোপাধ্যায়, সম্পাদক অতুল চন্দ্র মাহাতো, পুরুলিয়ার অতিরিক্ত
জেলাশাসক ( সাধারণ) আদিত্যবিক্রম মোহন হিরানি
প্রমুখ।

Post Comment