বিশ্বজিৎ সিং সর্দার, রঘুনাথপুর :
পাকিস্তান পন্থী স্লোগান ঘিরে অগ্নিগর্ভ পুর শহর রঘুনাথপুর। তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
পহেলগাঁও এর সন্ত্রাসবাদীদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সন্ধেবেলা রঘুনাথপুরের নন্দুয়াড়াতে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী জনগণ রাস্তার ওপর চিটিয়ে দেন পাকিস্তানের জাতীয় পতাকা। অভিযোগ
সেই পতাকাগুলি তিন যুবক তুলতে আসে। সামনে ট্রাফিক নিয়ন্ত্রণরত সিভিক ভলেন্টিয়ারদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মাটিতে পুঁতে দেওয়ার এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তিন যুবক ঝান্ডা মাটি থেকে তুলে পাকিস্তান পন্থী স্লোগান দেয় বলে অভিযোগ। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই উত্তেজনা বাড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি পুরুলিয়া মিরর। ওই তিনজনকে গ্রেফতার করার দাবিতে রঘুনাথপুর থানার সামনে হাজির হন কয়েকশ জনতা। ওই তিনজনকে আটক করে এলাকার জনগণ। তাদের নিয়ে আসা হয় রঘুনাথপুর থানায়। ধৃতদের নাম শেখ জুনেথ, শেখ ঋজু ও শেখ রাজু। প্রত্যেকেরই বয়স তেইশ থেকে তিরিশের মধ্যে। তিনজনেরই বাড়ি
রঘুনাথপুর এলাকায়।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “রঘুনাথপুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। “
Post Comment