insta logo
Loading ...
×

বোরোয় জাল লটারিতে রুদ্ধ হৃদয়

বোরোয় জাল লটারিতে রুদ্ধ হৃদয়

নিজস্ব প্রতিনিধি, বোরো:

জাল লটারির কারবার পিছু ছাড়ছে না পুরুলিয়ার। ফের জাল লটারি চক্রে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ১ জন। এই নিয়ে এই ঘটনায় বোরো থানার পুলিশ মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম হৃদয় দে। তার বাড়ি বান্দোয়ান থানার চিলা গ্রামে।
১৫ এপ্রিল গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার বড়গড়িয়া গ্রামে হানা দিয়ে ওই গ্রামের বাসিন্দা অমল মাহাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণে জাল লটারি।ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার ওই বড়গড়িয়া গ্রাম থেকেই ক্ষীরোদ হালদার নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। আর ক্ষীরোদকে জিজ্ঞাসাবাদ করে মেলে হৃদয়ের নাম। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৪ দিনের পুলিশ হেফাজত হয়।

Post Comment