insta logo
Loading ...
×

বিদেশ থেকে আরেক জলপরী পুরুলিয়ার রাসমেলায়!

বিদেশ থেকে আরেক জলপরী পুরুলিয়ার রাসমেলায়!

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

রাসমেলায় এবার নজর কেড়েছে এক অনন্য আকর্ষণ—জলপরী প্রদর্শনী। বিশালাকার একটি জলভর্তি অ্যাকোয়ারিয়ামের ভেতর নেচে–সাঁতরে দর্শকদের মন জয় করছে জলপরী। অন্ধ্রপ্রদেশ থেকে আসা এক শিল্পী ইতিমধ্যেই পারফর্ম করছেন। আরও এক বিদেশি শিল্পী কয়েক দিনের মধ্যেই দলে যোগ দেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

দীর্ঘক্ষণ জলের নিচে কীভাবে পারফর্ম করছেন তারা—এ নিয়েই কৌতূহলের শেষ নেই দর্শকদের। উদ্যোক্তাদের দাবি, জলপরী দু’জনই সমুদ্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। টানা তিন বছর সমুদ্রের গভীরে প্র্যাকটিস করায়, জলের নিচে দীর্ঘক্ষণ থাকা ও বিদেশি স্টাইলে পারফর্ম করা তাদের পক্ষে সহজ হয়ে উঠেছে। পুরুলিয়ার শীতেও তাই বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না শিল্পীদের।

উদ্যোক্তা বাবলু আনসারী বলেন,
“সমুদ্রের বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে আমাদের শিল্পীরা। তাই এতক্ষণ ধরে জলে থাকা ও শো করা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। দর্শকদের ভালোবাসাই আমাদের সাফল্য।”

এই ব্যতিক্রমী শো দেখতে মানুষের ঢল নেমেছে। অনেকেই জানিয়েছেন, এরকম প্রদর্শনী আগে কখনও দেখেননি। চাকড়া থেকে আসা দর্শক মাধুরী পরামানিক বলেন, “অসাধারণ শো। একেবারে রূপকথার মতো মনে হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুই জলপরী দেখার জন্য।”

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রবেশমূল্য রাখা হয়েছে ১০০ টাকা। ফলে পরিবার-সহ ছোট-বড় সকলেই নির্বিঘ্নে এই অভিনব জলপরী প্রদর্শনী উপভোগ করছেন। প্রতিদিনই বাড়ছে দর্শকের ভিড়।

Post Comment