নিজস্ব প্রতিনিধি ,ঝালদা:
সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে প্রতারণার জাল ছড়াচ্ছিল একটি চক্র—অবশেষে সেই জাল ছিঁড়ে দিল ঝালদা থানার পুলিশ। জাল লটারি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানা। ধৃতের নাম সন্তোষ লায়েক। তিনি ঝালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গড়কুলি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এলাকায় জাল লটারি বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে।
গোপন সূত্রে নির্দিষ্ট খবর পাওয়ার পর রবিবার বিকেলে ঝালদা থানার পুলিশ পরিকল্পিতভাবে অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বেশ কয়েকটি জাল লটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।









Post Comment