insta logo
Loading ...
×

ফের প্রতারণার অভিযোগ সাঁওতালডিতে

ফের প্রতারণার অভিযোগ সাঁওতালডিতে

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:


ভুল বুঝিয়ে বিভিন্ন মহিলাদের কাছ থেকে নথি হাতিয়ে তাদের অজান্তে ব্যাংকে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে। উঠেছে বারে বারে অভিযোগ। নথিভুক্ত হয়েছে একের পর এক মামলা। ওই মামলায় বর্তমানে অভিযুক্ত জেলেই রয়েছে। আর এর মধ্যেই ফের আরো একটি অভিযোগ দায়ের হলো তারই বিরুদ্ধে। সেই একই প্রতারণার অভিযোগ।

বৃহস্পতিবার পুরুলিয়ার সাঁওতালডি থানায় কাঁকিবাজার এলাকার মাহালি পাড়ার বাসিন্দা লক্ষ্মী মাহালির বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে কাঁকি বাজার এলাকার বাসিন্দা তথা স্বনির্ভর দলের এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০২৩ সালে ওই এলাকার মহিলাদের নিয়ে একটি স্বনির্ভর দল গঠন করা হয়েছিল। ওই দলের দলপতি ছিলেন অভিযুক্ত লক্ষ্মী। অভিযোগ ওই সময় বিভিন্ন ভাবে মহিলাদের নথি পত্র নিয়ে তাদের অজান্তে ব্যাংকে ঋণ নেওয়া হয়েছিল। ঋণের টাকাও ভুল বুঝিয়ে মহিলাদের আঙুলের ছাপ দিয়ে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও কি রয়েছে প্রতারণার অভিযোগ? খোঁজ চলছে এলাকায়

Post Comment