নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :
১৮ নম্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সকালে পুরুলিয়া– জামশেদপুর জাতীয় সড়কের বলরামপুর থানার শ্যামনগর রেলওয়ে উড়ালপুলের কাছে মুখোমুখি ধাক্কা অটো ও চারচাকা গাড়ির। ঘটনায় জখম আটজন। আহতদের মধ্যে তিনজন মহিলা।
দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরা জখমদের বাঁশগড় হাসপাতালে পাঠান। আসে বলরামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট চারচাকা গাড়িটি আসানসোল থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোটি বলরামপুরের দিকে আসছিল। অটো যাত্রীদের অভিযোগ, শ্যামনগর রেলওয়ে উড়ালপুলের কাছে হঠাৎই চারচাকা গাড়িটি রাস্তার ডানদিকে উঠে গিয়ে অটোকে সজোরে ধাক্কা মারে।
তবে চারচাকা গাড়ির সামনের সিটে থাকা এক যাত্রী দাবি করেছেন, দ্রুতগতিতে থাকা চারচাকা গাড়িটির সামনে একটি কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। তারপরই ঘটে দুর্ঘটনা।
দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশগড় হাসপাতালের চিকিৎসকেরা আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।











Post Comment