insta logo
Loading ...
×

চলে গেলেন গম্ভীর সিং মুড়ার ‘পার্বতী’ অনিল সূত্রধর

চলে গেলেন গম্ভীর সিং মুড়ার ‘পার্বতী’ অনিল সূত্রধর

তাপস কুইরি, বাঘমুণ্ডি :

শিব সাজতেন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া। আর তাঁর ‘পার্বতী’ হতেন অনিল সূত্রধর। শিব দুর্গার যুগলবন্দী মাতিয়ে দিতো শুধু হিল্লিদিল্লি নয়, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন হনলুলু। গম্ভীর সিং কবেই পাড়ি জমিয়েছেন অমৃতলোকে। আজ তাঁর সঙ্গী হলেন তাঁর ‘পার্বতী’ও।
শিল্পী জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন ছৌ মুখোশের কারিগর এবং ছৌ নৃত্য শিল্পী অনিল সূত্রধর।


বয়স হয়েছিল শতাধিক। শনিবার সন্ধ্যা রাতে বার্ধক্যজনিত কারণে তিনি প্রয়াত হন। শিল্পীর প্রয়াণে পরিবার সহ গোটা শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে অনিল সূত্রধরের জন্ম। তিনি ছৌ নৃত্য এবং ছৌ মুখোশ শিল্পর সঙ্গে ছিলেন যুক্ত। এই গ্রামেরই পদ্মশ্রী স্বর্গীয় গম্ভীর সিং মুড়ার সঙ্গী ছিলেন তিনি।

তাঁর পুত্র জয়ন্ত সূত্রধর জানান, তাঁর বাবা ছৌ নৃত্য শিল্পী হিসেবে ১৯৭২ সালে পাড়ি দিয়েছিলেন লন্ডন, ফ্রান্স। ১৯৭৫ সালে পাড়ি দিয়েছিলেন আমেরিকার ওয়াশিংটন, হিলো, হনলুলু হাওয়াইদ্বীপ, নিওর। ১৯৮৬ তে প্যারিস। ১৯৯১ তে জাপান, টোকিও ও ওসাকা পাড়ি দিয়েছিলেন। ১৯৬০, ১৯৬১, ১৯৭২ ও ১৯৮১ সালে ছৌ মুখোশ শিল্পী হিসেবে রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন । এছাড়াও তিনি পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে মানভূম অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন। তাঁর কর্মজীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Post Comment