নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নেশা নয়, জীবন বেছে নাও / নেশামুক্ত ভারত গড়তে হাত বাড়াও” এই বার্তা নিয়ে নেশামুক্ত ভারত অভিযানে রাস্তায় নামলেন আড়শা ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার আড়শা ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা নেশা মুক্ত ভারত অভিযান–এর অংশ হিসাবে এই কর্মসূচির আয়োজন করেন। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা প্ল্যাকার্ড , ব্যানার নিয়ে সিরকাবাদ গ্রাম ঘুরে মাদকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন। উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি,আড়শা ব্লকের সিডিপিও মহম্মদ সামিম প্রমুখ। নেশার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ বলে জানান আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি।










Post Comment