insta logo
Loading ...
×

আনন্দমার্গীদের নাম সংকীর্তন

আনন্দমার্গীদের নাম সংকীর্তন

নিজস্ব প্রতিনিধি,জয়পুর

মানসিক শান্তি ও সকলের মঙ্গল কামনায় মাতৃস্নেহ আনন্দমার্গ মহিলা বিভাগ আশ্রমে নাম সংকীর্তনের অনুষ্ঠান হলো। শ্যামপুর ‘মাতৃস্নেহ’ আনন্দমার্গ মহিলা বিভাগের আশ্রমে এক ভক্ত শুভানুধ্যায়ীর পৃষ্ঠপোষকতায় এই সংকীর্তনের আয়োজন হয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ অখণ্ড বাবা নাম কেবলম্ নাম-সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়। বহু ভক্তের সমাগম হয়েছিল এই সংকীর্তনে। ঈশ্বরের আরাধনায় মেতে উঠেছিলেন সকলে।

Post Comment