insta logo
Loading ...
×

বলরামপুরের কমিউনিটি হলসাধারণ মানুষের ব্যবহারের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন

বলরামপুরের কমিউনিটি হলসাধারণ মানুষের ব্যবহারের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

জঙ্গলমহল বলরামপুরের একমাত্র কমিউনিটি হল সাধারণ মানুষের ব্যবহারের জন্য খালি করে দেওয়ার আবেদন জানিয়ে পুলিশ সুপার সহ সাধারণ প্রশাসনকে জানাল বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটি। এলাকার বাসিন্দারা জানান, বাম আমলে তৈরি হয়েছিল এই কমিউনিটি হলটি। কয়েকবছর জনগনের ব্যবহারের জন্য ব্যবহৃত হলেও ২০০৮ সাল থেকে মাওবাদী দমনে আসা রাজ্য ও পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে যায়। ফলে সাধারণ মানুষজনের কাজে আর সেভাবে ব্যবহৃত হয়নি। তাই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য লজ ভাড়া করতে গিয়ে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে জনগণকে। তাছাড়া এলাকায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য কোনো সরকারি ঘর না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বন্ধের মুখে। বর্তমানে জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। পুলিশের দাবি মাওবাদী মুক্ত হয়েছে পুরো জেলা। সাম্প্রতিককালে আর সেভাবে কোনো ঘটনা ঘটেনি। সেই কারনে বর্তমানে কমিউনিটি হলে থাকা রাজ্য পুলিশের জওয়ানরদের সরিয়ে সাধারণ মানুষের ব্যবহারের আবেদন জানান কমিটির সদস্যরা। বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি হিকিমচন্দ্র মাঝি জানান, কমিউনিটি হল খালি করার জন্য বহুবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরও বলেন, একসময় কমিউনিটি হলে এলাকার মানুষ নানা সামাজিক কাজে ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে জঙ্গলমহল এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই
ওই কমিউনিটি হল যাতে সাধারণ মানুষজন ব্যবহার করতে পারেন তার জন্য আবেদন জানানো হয়েছে।

Post Comment