insta logo
Loading ...
×

ট্রাকের ধাক্কায় পড়ল ১১ হালার ভোল্ট বিদ্যুতের খুঁটি, ঝালদা হলো ম*রণফাঁদ

ট্রাকের ধাক্কায় পড়ল ১১ হালার ভোল্ট বিদ্যুতের খুঁটি, ঝালদা হলো ম*রণফাঁদ

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

দ্রুতগতির ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঝালদায়। বৃহস্পতিবার গভীর রাতে রাঁচি–পুরুলিয়া সড়কের ঝালদা থানার পুরোনো মোড় এলাকার ঘটনা। প্রবল আঘাতে খুঁটিটি ভেঙে রাস্তার উপর হেলে পড়ে যায়, ফলে মুহূর্তে বিপজ্জনক হয়ে ওঠে পুরো রাস্তা।

সকাল থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন বহু মানুষ এই পথ ব্যবহার করেন। বর্তমানে ওই এলাকা দিয়ে যাতায়াত করা মানেই বিপদের মুখে পা দেওয়া। দ্রুত মেরামতির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা সমীর স্বর্ণকার বলেন,
“প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে আসা–যাওয়া করেন। খুঁটি ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তার উপর রয়েছে। যেকোনো সময় বড় বিপদ হতে পারে।”
ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের টিম ঘটনাস্থলে আসে। খুঁটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে বলে স্বীকার করেছে বিদ্যুৎ দপ্তরও।

বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার বিক্রম সিং বলেন, “খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে ঝালদা থানার পুলিশকে। ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট যানবাহনগুলিকেও সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

Post Comment