insta logo
Loading ...
×

আম্বেদকর জন্ম জয়ন্তী আড়শায়

আম্বেদকর জন্ম জয়ন্তী আড়শায়

দেবীলাল মাহাত, আড়শা:

ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্ম জয়ন্তী পালিত হল আড়শায়। সোমবার ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পুরুলিয়া জেলা কমিটির সহযোগিতায় ও তুম্বাঝালদা ডঃ বি আর আম্বেদকর বিদ্যাপীঠের উদ্যোগে এই অনুষ্ঠান হয় আড়শা ব্লকের তুম্বাঝালদার সুভাষ কলোনিতে। ভারতীয় সংবিধানের রূপকার ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালী। ডঃ বি আর আম্বেদকর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নীলধারী মাহাত বলেন,” ডঃ বি আর আম্বেদকর সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা, সমাজের পিছিয়ে পড়া শ্রেনীর মানুষের জন্য লড়াই করে গিয়েছেন আজীবন। আমাদের কর্তব্য যথাযোগ্য মর্যাদায় প্রতিবছর দিনটি পালন করা। এদিন আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুষেন মাঝি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধূসুদন মাহাত সহ বিশিষ্ট জনেরা।

Post Comment